টেকনিক্যাল কমিটির প্রধান হচ্ছেন সৌরভ


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৩ মার্চ ২০১৫

দায়িত্ব নিয়ে প্রথম বৈঠকেই টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে সৌরভ গাঙ্গুলীর নাম প্রস্তাব করলেন নতুন বোর্ড প্রেসিডেন্ট। এর আগে এই টেকনিক্যাল কমিটি থেকে শ্রীনিবাসন বিনা নোটিশে প্রত্যাহার করেছিলেন সৌরভকে। শুধু তাই নয়, আইপিএল গভর্নিং কাউন্সিল বা অন্য কোনও দায়িত্বেই রাখেনি প্রাক্তন এই ক্রিকেট অধিনায়ককে।

নতুন বোর্ড প্রেসিডেন্ট এসে প্রথম দিনই সৌরভকে সেই পুরনো চেয়ার ফিরিয়ে দেওয়ায় উদ্যোগী হলেন। সৌরভ সম্ভবত এই দায়িত্ব পাবেন ছয় মাস পর, কারণ তাঁর নাম প্রস্তাব হওয়ার পর ব্রিজেশ পটেল মনে করিয়ে দেন, ভারতীয় টেকনিক্যাল কমিটি থেকে অনিল কুম্বলে আইসিসি টেকনিক্যাল কমিটিতে আছেন প্রধান হয়ে। কুম্বলের মেয়াদ শেষ হতে আরও ছয় মাস বাকি।
আপাতত টেকনিক্যাল কমিটি প্রধানই তাঁর জন্য তোলা থাকল। মনে রাখতে হবে নতুন বোর্ড সচিব অনুরাগ ঠাকুরেরও খুব প্রিয় ক্রিকেটার সৌরভ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।