সাকিবের মুখোমুখি মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তাই কিছুটা নির্ভার থেকেই আজ মাহমুদউল্লাহর খুলনার বিপক্ষে মাঠে সামনে সাকিবের ঢাকা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় পৌনে ৬ টায়।

ঢাকা ডায়নামাইটস বিপিএল শুরুর আগে থেকেই কাগুজে বাঘ। সমরে-শক্তিতে যে তারাই বিপিএলে অন্যতম ফেবারিট, সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। দলটির রিক্রুটমেন্ট দেখেই আগাম কেউ কেউ চ্যাম্পিয়ন তকমা দিয়ে রেখেছিল সাকিব আল হাসানের দলকে। দলে আছেন দুই লংকান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন করা রাসেল-ব্রাভো-লুইসরা। এছাড়া সঙ্গে দেশীয়দের মধ্যে সাকিব, মোসাদ্দেক, নাসিররা আছে দুর্দান্ত ফর্মে। তাই তো আজকে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা নিয়ে কোন পরিবর্তন হবে না ঢাকা ডায়নামাইটসের।

এদিকে ঢাকা প্লে অফ নিশ্চিত হলেও খুলনার সামনে জটিল সমীকরণ। জিতলেই শেষ চার নিশ্চিত, কিন্তু, হারলে রান রেটের খাড়ায় পড়ে মাহমুদুল্লাহর দলকে হয়ত ছিটকে পড়তে হতে পারে। সব খেলা শেষ করা রাজশাহী আর চিটাগং-এর চেয়ে রান রেটে বেশ পিছিয়ে আছে খুলনা। ঢাকার বিপক্ষে তাই জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।