গাজায় ফের ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি শুরু


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১১ আগস্ট ২০১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি শুরু হয়েছে। মিসরের মধ্যস্থতায় কায়রোতে ইসরায়েলি কর্মকর্তারা সম্মত হওয়ার পর এ অস্ত্রবিরতি শুরু হয়। মিসর জানিয়েছে, উভয়পক্ষই অস্ত্রবিরতির ব্যাপারে সাড়া দেওয়ায় স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে এ অস্ত্রবিরতি শুরু হয়।

অস্ত্রবিরতি অব্যাহত থাকলে ইসরায়েল সোমবার মিসরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী পাঠাবে বলে জানা গেছে।
এর আগে মিসরের মধ্যস্থতায় শুরু হওয়া ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি শুক্রবার সকালে শেষ হওয়ার পর শুক্রবারই কায়রো থেকে অস্ত্রবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের প্রত্যাহার করে ইসরায়েল। এর পর হামাস ও ইসরায়েলের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়।

এদিকে রবিবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত এ সংঘর্ষে ১ হাজার ৯৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিহতদের ৭৩ শতাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে এ সংঘাতে ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।