মরিনহোর রেকর্ডে ভাগ বসালেন জিদান


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রামোসের দেয়া শেষ সময়ের গোলে বার্সার সঙ্গে ১-১ এ ড্র করেছে রিয়াল। আর এ ড্রয়ে রিয়ালের হয়ে মরিনহোর করা ১৭ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসালেন জিদান।

গত মৌসুমেই রাফায়েল বেনিতেজকে হটিয়ে রিয়ালের দায়িত্ব পান ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা জিদান। আর দলের কোচ হয়েই বাজিমাত করেন তিনি। দলকে জেতান ১১তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা থেকে ৬ পয়েন্ট এগিয়ে লিগের শীর্ষস্থানে রয়েছে জিদানের দল। এছাড়া কোপা দেল রেতে শেষ ষোলোও নিশ্চিত করেছে দলটি।

একইসঙ্গে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইলো জিনেদিন জিদানের দল। গত এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।

এমআর/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।