সাকিবকে পিছনে ফেলে শীর্ষে দিলশান
সাকিবকে পিছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার হলেন তিলকারত্নে দিলশান। বিশ্বকাপে ব্যাটে-বলে নৈপুণ্যই ৪০৯ পয়েন্ট নিয়ে ওয়ানডের অলরাউন্ডার রাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে গেছে দিলশানকে। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৩৯৯। সাকিবের পরেই আছেন দিলশানের সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কান অধিনায়কের সংগ্রহ ৩৯৪ পয়েন্ট।
এর আগে তিন ধরনের ক্রিকেটেই সেরা অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি গড়ে বিশ্বকাপে পা রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু গ্রুপ পর্বের মাঝ পর্যায়ে ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থান হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের সেরা ক্রিকেটারের। ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স শীর্ষস্থান এনে দিয়েছে তিলকারত্নে দিলশানকে।
টানা দুই ম্যাচ সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। তৃতীয় স্থানেও একজন দক্ষিণ আফ্রিকান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা এবি ডি ভিলিয়ার্স।
বোলিং রাঙ্কিংয়ের শীর্ষ তিনটি স্থানে পরিবর্তন আসেনি। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই অফস্পিনার পাকিস্তানের সাঈদ আজমল ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন অবশ্য বিশ্বকাপে খেলছেন না। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।
এমআর/আরআই