ফেসবুকে নিজের পক্ষে সাফাই সাব্বিরের


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

‘গুরুতর শৃঙ্খলাবহির্ভূত’ কাজ। যে কারণে বিসিবি বিপিএল পারিশ্রমিকের ৩০ শতাংশ জরিমানা করেছে রাজশাহী কিংসের আইকন সাব্বির রহমানের। সেই গুরুতর শৃঙ্খলাবহির্ভূত কাজটাই বা কী? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, ‘কী ধরনের শৃঙ্খলাজনিত কারণ প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’

বিভিন্ন সূত্রে সংবাদ আগেই প্রকাশ হয়েছে, সেই গর্হিত কাজটি হচ্ছে, নারী কেলেঙ্কারি। চট্টগ্রামে নাকি অসামাজিক কাজ করতে গিয়েই ধরা পড়েছিলেন সাব্বির আর আল-আমিন হোসেন। এমন গুরুতর অপরাধের জন্যই এত বড় শাস্তি এই দুই ক্রিকেটারকে দিয়েছে বিসিবি।

তবে এই পরিস্থিতিতে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাফাই গেয়েছেন সাব্বির হোসেন। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রায় একদিন আগে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই নিজেকে নির্দোষ দাবি করেছেন সাব্বির রহমান। বলেছেন, তার সঙ্গে তোলা ছবির যদি অপব্যবহার হয়, তাহলে তার কিছুই করার নেই। একই সঙ্গে ভিডিও পোস্ট করে তিনি ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন, যত বেশি পারা যায় এটাকে শেয়ার করতে।

ভিডিও বার্তায় প্রথমেই তিনি প্রশ্ন রেখেছেন, ‘আপনারা কয়েক দিন ধরে আমার সম্পর্কে যা শুনছেন, আপনাদের কি বিশ্বাস হয়, আমি এসব করতে পারি? আপনারা যদি মনে করেন, এসব কাজ আমি করতে পারি, তাহলে আমার কিছুই বলার নেই।’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাব্বিরের বক্তব্য, ‘আমার মেয়ে ভক্ত আছে, ছেলে ভক্তও আছে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভক্ত। আমি কখনোই তাদের ছবি তুলতে মানা করতে পারি না। আমি যখন রেস্টুরেন্টে খেতে যাই, শপিংমলে শপিং করতে যাই কিংবা হলে সিনেমা দেখতে যাই, তারা যদি আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমি কী করে তাদের মানা করি?’

তার সঙ্গে তোলা ছবির অপব্যবহার হওয়াতেই তিনি এই সমস্যায় পড়েছেন বলে মনে করেন সাব্বির, ‘মেয়েরা আমার সঙ্গে সিঙ্গেল ছবি তোলে, ছেলেরাও তোলে। এসব ছবি তারা ফেসবুকে দেয়, বিভিন্ন মাধ্যমে দেয়। এই ছবির অপব্যবহার যদি কেউ করে, সেটি কি আমার দোষ?’

সবশেষে সাব্বির তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবাই জানুক, বুঝুক, আমি এমন কাজ কখনোই করতে পারি না।’ ‘এমন কাজ’ বলতে সাব্বির নারীবিষয়ক কেলেঙ্কারিকেই বুঝিয়েছেন।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।