দল হিসেবেই ভালো খেলতে পারেনি বরিশাল


প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বরিশাল বুলস। অথচ প্রথম চার ম্যাচে তিনটি জয় পেয়ে একসময় শীর্ষে ছিল তারা। এমন বিদায়ে স্বাভাবিকভাবেই হতাশ দলের খেলোয়াড়রা। টুর্নামেন্টে হাতেগোনা তিন/চারজন খেলোয়াড় ছাড়া বলার মত পারফরম্যান্স নেই তাদের।

এটাকেই দলের বিদায়ের কারণ হিসেবে দেখছেন ইংলিশ তারকা ডেভিড মালান। দলগতভাবে ভালো না খেলতে পারায় দলটি শেষ চারে উঠতে ব্যর্থ হয় বলে মনে করেন তিনি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘যখন ঢাকা পর্বের প্রথম চার ম্যাচেই আপনি তিনটি ম্যাচ জিতবেন তখন এভাবে বিদায় নেয়া খুবই হতাশার। আমরা দল হিসেবে জ্বলে উঠতে পারিনি। তিনজন ভালো খেলেছে। এসব টুর্নামেন্টে দল হিসেবে খেলে ম্যাচ জিততে হয়। আমরা তা করতে পারিনি বলেই শেষ চারে উঠতে পারিনি।’   

এবারের আসরের শুরুতে ভালো ক্রিকেট খেলেছিল বরিশাল। তবে চট্টগ্রামে গিয়ে দলটি খেই হারিয়ে ফেলে। ঢাকা ফিরেও সে ধারায় থাকে তারা। শেষ ম্যাচে জয় পেলেও তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় এমনটা হয়ে বলে মনে করেন মালান।

‘আমাদের দলে ইনজুরি সমস্যা ছিল তাই বেশ কয়েক ম্যাচে আমরা একাদশ পরিবর্তন করে দেখেছি। কারণ আমরা চট্টগ্রামে মোমেন্টাম হারিয়েছি। সঠিক কম্বিনেশন খুঁজে বের করার জন্য, এখানে ১৪০ রানই ভালো স্কোর হয়ে যায়।’

বিপিএলে এবার প্রথম খেললেও ঢাকায় নতুন নন মালান। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন তিনি। ফ্রাঞ্চাইজি লিগের পার্থক্যটা তাই ভালো ভাবেই টের পেয়েছেন তিনি, ‘এটা অনেক চাপের। বিশেষ করে দেশের বাইরে। একটা ম্যাচ খেললে দুটা ম্যাচ বসে থাকতে হয়। এটাই এই টুর্নামেন্ট বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে পার্থক্য। কারণ তারা অনেক ভালো ফলাফল চায়। এটা খুবই কঠিন যদি একটু খারাপ করে তাহলে এক দুই ম্যাচের জন্য ড্রপ হয়ে যাবেন।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।