লিগ কাপের শিরোপা জিতলো চেলসি


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০২ মার্চ ২০১৫

লিগ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে আট বছর পর আবারও শিরোপা জিতলো হোসে মরিনহোর দল চেলসি।  

রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পার ও চেলসি। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধের শেষ দিকে নিজেদের রক্ষণের ভুলেই প্রথম গোলটি খায় টটেনহ্যাম। টনেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার ড্যানি রোজের হেড করা বল  হ্যারি কেইনের গায়ে লেগে টেরির কাছে চলে যায়। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি অভিজ্ঞ এই খেলোয়াড়।   

বিরতির পর টটেনহ্যাম গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। উল্টো ম্যাচের  ৫৬তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে।  দিয়েগো কস্তার শট টটেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের পায়ে লেগে দিক পাল্টে বল জালে ঢুকে যায়।  

শেষ ১০ মিনিটের অধিকাংশ সময় বল চেলসির ডি বক্সের আশে পাশে ছিল,বেশ কয়েকটা ভালো আক্রমণও করে টটেনহ্যাম। কিন্তু গোলের দেখা পায়নি তারা। বাকি সময় আর কোনো দল গোল করতে না পারলে লিগ কাপে নিজেদের পঞ্চম শিরোপা নিয়ে মাঠ ছাড়ে চেলসি।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।