ডালমিয়া আবারও বিসিসিআই প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০১ মার্চ ২০১৫

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর প্রধান হতে যাচ্ছেন জগমোহন ডালমিয়া। ডালমিয়ার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ডালমিয়া দ্বিতীয়বারের মতো বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার চেন্নাইয়ে বোর্ডের বাৎসরিক সভায় তার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানা গেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।