সুজনের ছবি নিয়ে ফেসবুকে বিতর্ক


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০১ মার্চ ২০১৫

বিশ্বকাপ আসর থেকে পেসার আল আমিনকে দেশে ফেরত পাঠানোর পর থেকে বিতর্ক যেন সঙ্গ ছাড়ছে না বাংলাদেশ টিমের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবি এ বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে।

ফেসবুকে পোস্ট করা এই ছবিতে দেখা যায়, টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন একটি ক্যাসিনোতে দাঁড়িয়ে আছেন। নিচে লেখা-

“গত ২৬ ফেব্রুয়ারি রাত ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ০৮ হোয়াইটম্যান স্ট্রিটের ক্রাউন ক্যাসিনের জুয়ার আসরে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। এসময় তার সাথে ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসি তিন যুবক। হাতে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে ক্যাসিনো খেলায় তিনি মগ্ন ছিলেন বেশ ঘণ্টা খানেক"।

বিশ্বকাপ ম্যাচ চলাকালীন টিম ম্যানেজারের ক্যাসিনো কিংবা জুয়ার আসরে যাওয়া কোন অনুমতি থাকে না। পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খানকে ক্যাসিনো খেলার অভিযোগে সম্প্রতি দেশে ফেরত পাঠায় টিম পাকিস্তান। সুজনের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন- মন্তব্যে এ প্রশ্নটি তুলেছেন অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।