নিউজিল্যান্ড সফরে থাকছেন শহীদ!


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

সপ্তাহ খানেক আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় হঠাৎ ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শহীদ। তাই তখন থেকেই জোর আলোচনা আদৌ কি নিউজিল্যান্ড সফরে থাকছেন তিনি। এটা নিশ্চিত হওয়া যাবে আগামী ৫ ডিসেম্বর। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শুক্রবার জাগো নিউজের সঙ্গে আলাপ কালে নান্নু বলেন, ‘গত সপ্তাহে শহীদ একটা অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়েছে। তাই তার নিউজিল্যান্ড সফর নিয়ে কিছুটা দ্বিধা সৃষ্টি হয়েছে। তবে আমরা তাকে শুধু টেস্টের জন্যই বিবেচনা করছি। আর তা শুরু হতে প্রায় দেড় সময় আছে। তাই আমরা এখনই আশা ছাড়ছিনা। সোমবার ওর যাওয়া নিয়ে আমরা আলোচনা করবো। তাকে নিউজিল্যান্ড শুরুতেই নিয়ে যাব নাকি টেস্টের আগে নিব এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’

গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে দরিতে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যান শহীদ। আর তাতেই কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। তাই শেষ হয়ে এবারের বিপিএল। আর তখন থেকেই শঙ্কায় পরেন নিউজিল্যান্ড সফর নিয়েও।

এবারের বিপিএলে দারুণ ফর্মে ছিলেন শহীদ। প্রথম সাত ম্যাচেই ১৫ উইকেট তুলে আসরের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। অষ্টম ম্যাচে নিজের বোলিং কোটা শেষ করতে পারলে হয়তো এখনও শীর্ষেই থাকতেন। তার এ দারুণ ফর্ম দেখেই আলচনা ছিল টেস্ট ম্যাচের পাশাপাশি এবার সীমিত ওভারের ম্যাচেও সুযোগ হতে যাচ্ছে তার।

তবে প্রধান নির্বাচক জানান, তারা শুধু টেস্টের জন্যই শহীদকে বিবেচনা করেছেন। আর নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হতে এখনও এক মাস ১০ দিন বাকি। শহীদের যে ইনজুরি তাতে এ সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হওয়ায় সম্ভব বলে মনে করেন নান্নু। তবে এখন আলোচনা করবেন তার রিহ্যাব ঢাকাতেই করাবেন নাকি নিউজিল্যান্ডে।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।