ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
বৃহত্তম কম্পিউটার নির্মাতা এবং স্মার্টফোন ও ট্যাবলেটের জগতে ইমার্জিং ব্র্যান্ড লেনোভোর অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন সাকিব আল হাসান।
সাকিব সম্প্রতি ক্রিকেটের তিনটি ফরমেটেই বিশ্বসেরা হওয়ার কীর্তি গড়েন। তিনি এখন তরুণ প্রজন্মের ‘আইকন’। এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের এক নম্বর কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনেভোর সঙ্গে যুক্ত হলেন সাকিব।
লেনেভোর দুর্দান্ত স্টাইল ও কার্যকারিতার ওপর সাকিবের আস্থা রয়েছে। তার দক্ষতা ও খ্যাতির সঙ্গে লেনোভোর ব্র্যান্ড ইমেজের সমন্বয় অনন্য! লেনেভো ভারতের ডিরেক্টর-মার্কেটিং ভাস্কর চৌধুরী বলেন, ‘সাকিব সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয়। দিন দিন তার জনপ্রিয়তা আরো বাড়ছে। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা বেড়ে উঠছে বিশ্ব সেরা প্রযুক্তি ও প্রযুক্তি-পণ্যকে সঙ্গী করে।
তিনি আরো বলেন, সাকিবের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশের তরুণ ক্রেতাদের কাছে লেনোভো ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আগের চেয়ে বাড়বে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রযুক্তি পণ্যের অন্যতম বাজার বাংলাদেশ। লেনোভোর কিছু পণ্যের জন্য যথেষ্ট উপযোগী।
লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাকিব আল হাসান বলেন, বৈশ্বিক প্রযুক্তি-নির্ভর কোম্পানি লেনোভোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। লেনেভো পিসি, ট্যাবলেট ও স্মার্টফোনের জগতে অলরাউন্ডার। তাই তাদের সঙ্গে আমার যুক্ত হওয়াটা অর্থপূর্ণ!
দেশসেরা এই ক্রিকেটার আরো বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দেশের তরুণরা সুযোগ পেলে আরো সামনে এগিয়ে যেতে পারবে। প্রযুক্তির মাধ্যমেই তারুণ্যের ক্ষমতায়ন এবং বিশ্বের সঙ্গে সেতুবন্ধন তৈরির সুযোগ রয়েছে। লেনোভো বিশ্বমানের পণ্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমএএস/পিআর