শেষ ওভারেই মোমেন্টাম পায় বরিশাল


প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে হারের বৃত্ত ভাঙতে পেরেছে বরিশাল বুলস। টানা ছয় ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া দলটি রাজশাহী কিংসকে হারিয়েছে ১৭ রানে। আগে ব্যাটিং করে শুরুটা ভালো করলেও মাঝে পথ হারিয়ে ফেলে দলটি। তবে শেষ ওভারে শাহরিয়ার নাফীসের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় তারা। আর ওই ওভারেই মোমেন্টাম পান বলে জানান দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৭০ রানের মতো করতে, কারণ ১৩ ওভারেই একশ রান হয়ে গিয়েছিল। আট উইকেট হাতে ছিল তাই শেষ সাত ওভারে আরো ৭০ রান হওয়া উচিৎ ছিল। কিন্তু শেষের আগে স্যামি ও ফরহাদ ভাই খুব ভালো বল করেছে। সে সময় আমাদের উইকেটও দুই/তিনটা চলে গেছে। সে দিক থেকে বলবো শেষ ওভারেই মোমেন্টাম পেয়েছি।’

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬১ রানের সংগ্রহ পায় বরিশাল। উইকেট ভালো থাকায় এ রান নিয়েও জয় নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন মুশফিক। তবে জানতেন বোলাররা ভালো বল করলে ও ফিল্ডিংয়ে কোনো ক্যাচ মিস না হলে তাদেরই জয় হবে। মাঠে নামার আগে এ মন্ত্রই খেলোয়াড়দের দিয়েছিলেন অধিনায়ক।

‘শেষ ওভারে আবির ভাই অনেক ভালো খেলেছে। থিসারাও ভালো খেলেছে। এটা উইনিং স্কোর না হলেও ফাইটিং স্কোর ছিল। আমাদের বোলাররা লড়াই করেই জিতেছে। আর ১৬০ অবশ্যই ডিফেন্ডেবল। নামার আগে বলেছিলাম আমরা যদি ফিল্ডিং ভালো করি, ক্যাচ সব ধরি আর ওভারে তিনটা বল যদি বোলাররা ভালো করে তাহলে আমরা জিতবো। সেক্ষেত্রে আমাদের সবাই ভালো করেছে।’

বিপিএলে এবারে উইকেট নিয়ে নানা আলোচনা থাকলেও এদিন উইকেট ছিল ব্যাটিং সহায়ক। তাই ১৬০ রান নিয়ে কতটা নিশ্চিত ছিলেন জানতে চাইলে মুশফিক বলেন, ‘যেকোনো উইকেটই হোক ১৪০/৪৫ রান করলে, ভালো বোলিং আর ফিল্ডিং করলে যেকোনো দলকে হারিয়ে দেয়া সম্ভব। আজকে ১৬০ রান ছিল।’

উল্লেখ্য, আগামী শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে মুশফিকবাহিনী। শেষ ম্যাচে বড় জয় পেলে এবং অন্যান্য দলগুলোর ফলাফলের উপর এখনো শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।