প্যাটেল ঝড়ের পরও হারলো রাজশাহী


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

ঢাকা ডায়নামাইটসকে পেলেই জ্বলে উঠতেন রাজশাহী কিংসের ইংলিশ তারকা সামিত প্যাটেল। তবে অন্যদলগুলোর বিপক্ষে নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি। তবে বরিশাল বুলসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে উঠেছিলেন এ তারকা। এ আসরের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিলেও দলের হারে ম্লান হয়ে যায় তার লড়াই।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী কিংস। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে দারুণ ব্যাটিং করেন প্যাটেল। ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এ ইংলিশ। শেষপর্যন্ত ৫১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এ রান করতে ৭টি চারের পাশাপাশি ১টি ছক্কা মারেন এ অলরাউন্ডার।

ফ্রাংকলিনের সঙ্গে এদিন মূল্যবান ৪৪ রানের জুটি গড়েন প্যাটেল। তবে রায়াদ এমরিতের বলে শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আউটের পরেই মূলতঃ ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী। শেষ ১৭ রানের হারে মাঠ ছাড়ে দলটি।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।