জিমিদের ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এয়ার ভাইস মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জাতীয় শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি খাজা রহমত উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছর এশিয়া কাপ হতে পারে ঢাকায়।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।