মেসি-নেইমারহীন বার্সার আবারো হোঁচট


প্রকাশিত: ০৩:২৫ এএম, ০১ ডিসেম্বর ২০১৬

বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না গত মৌসুমে ডাবল জেতা বার্সার। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর এবার কোপা দেল রে’র সেরা- ৩২-এর প্রথম লেগে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের ছাড়া খেলতে নামা বার্সেলোনা।  

মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে সামনে রেখে বুধবার রাতে কোপা দেল রে’র সেরা- ৩২-এর প্রথম লেগে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষে মেসি, নেইমার ও সুয়ারেজদের ছাড়া খেলতে নামে বার্সা। প্রতিপক্ষের মাঠে শুরুটা খারাপ ছিল না বার্সার। ম্যাচের শুরু থেকেই বেশ ক’বার আক্রমণ চালায় তুরান-আলকাসেররা। তবে গোলের দেখা পায়নি তারা।  

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। উল্টো ম্যাচের ৫২ মিনিটে গোল করে স্বাগতিকদের উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড মাইন্স। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি স্বাগতিকদের। এর ছয় মিনিট পরেই প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বার্সেলোনাকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার আলেনা।

barsa

বাকি সময় আর গোল না হলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠে ছাড়ে এনরিকের শিষ্যরা। আগামী শনিবার লা-লিগায় রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে এই হোঁচট স্বাভাবিকভাবেই কাতালান ক্লাবটির জন্য অনেক বড় ধাক্কা।
এদিকে দিনের অন্য ম্যাচে দিয়াজের হ্যাটট্রিকে কুলতুরাল লিওনেসারকে ফিরতি লেগে ৬-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ১৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় উঠেছে জিনেদিন জিদানের দল।

এমআর/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।