তবুও হতাশ সাকিব


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

প্রথম দশ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১০৩ রান। এমন অবস্থায় নয় উইকেট হাতে রেখে শেষ ১০ ওভারে আরও একশত রান আশা করতেই পারে ঢাকা ডায়নামাইটস। এমন অবস্থায় দুইশত রানের কোটা ছুঁতে না পারায় দারুণ হতাশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। যদিও ১৮৮ রান জয়ের জন্য যথেষ্ট মনে করছেন এ অলরাউন্ডার।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু শেষটা সেভাবে করতে পারিনি। শেষটা ভালো হলে দুইশো সহজেই পেরিয়ে যেতে পারতাম। শেষ পাঁচ ওভার ভালো হয়নি। এটাই হতাশার দিক। এছাড়া বাকি সব ঠিক আছে।’

রংপুরের বিপক্ষে এদিন ১৮৮ রান করে ৪২ রানের বড় জয় পেয়েছে ঢাকা। শেষ তিন ম্যাচে হারের বৃত্তে থাকা রংপুরের বিপক্ষে ছন্দে থাকা ঢাকার এ রান করে যথেষ্টই মনে করেছেন সাকিব, ‘অবশ্যই এই স্কোর যথেষ্ট। আমাদের বোলাররা ভালো। ব্যাটসম্যান আরও একটু চেষ্টা করলে দুইশো পেরুতে পারত। তার পরেও আমি ব্যাটসম্যানদের ভূমিকাতে সন্তুষ্ট। শেষ পাঁচ ওভার ভালো হয়নি। এটা হতাশার। অবশ্যই হতাশার দিক।’

এদিন রংপুরকে শুরু থেকেই চেপে ধরে ঢাকা। রংপুরের প্রথম সারির ছয় উইকেট তুলে নেয় তারা মাত্র ৪৬ রানেই। নিজেদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হওয়ায় এমনটা করতে পেরেছেন বলে জানান সাকিব, ‘প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওখানে ভালো করছি। এটা ইতিবাচক দিক। আমাদের চেষ্টা ছিল শুরুটা ধরে রাখা। সেই হিসেবে আমাদের পরিকল্পনায় আমরা সফল।’

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।