‘জানতে হবে কোন উইকেটে কীভাবে বল করতে হয়’


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ৩০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরের শুরুতে ভালো না করলেও দারুণ ছন্দে ফিরেছেন চিটাগাং ভাইকিংসের তাসকিন আহমেদ। চিটাগাং ভাইকিংসের টানা চার হারের পর টানা পাঁচ জয়ে দারুণ অবদান এ পেসারের। যদিও এবারের আসরে উইকেট পেসারদের সহয়তা করছে না। তবে সাফল্য পেতে উইকেটের সহয়তা নয় বোলারদের জানতে হবে কোন উইকেটে কিভাবে বল করতে হবে বলে মনে করেন এ পেসার।

এবারের আসরের শুরু থেকেই আলোচনায় উইকেট। ক্রিকেটের ধুম ধারাক্কা সংস্করণে এমন উইকেট নিয়ে বিতর্কের শেষ নেই। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘উইকেট সম্পর্কে আমার বলা অনেক কঠিন। কারণ চিটাগাংয়ে একরকম উইকেট ছিল, এখানে শুরুতে এক রকম এখন আবার অন্যরকম। উইকেট ও আবহাওয়া এসব আমাদের হাতে নেই। আর আমাদের দেশের কন্ডিশনের কথাও ভাবতে হবে। আমার মতে বোলারেরই জানতে হবে কোন উইকেটে কিভাবে বল করতে হবে।’

এবারের আসরে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে হেরেছে তাসকিনের দল। তখন ঘুরে ফিরে আলোচনায় ছিল গত আসরের ফলাফল। গত আসরে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ছিল তারা। তবে এবারের আসরে দারুণ ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে তারা। তাসকিনের মতে দ্রুতই খেলোয়াড়রা তাদের ভুল ধরতে পারায় সাফল্য পাচ্ছেন তারা। আর স্থানীয় খেলোয়াড়রা সাফল্যের পাশাপাশি ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের অন্তর্ভুক্তিও তাদের মানসিকভাবে এগিয়ে রেখেছে।

‘প্রথম দিকে অনেক ভুল হয়েছিল এ জন্য অনেক ক্লোজ ম্যাচ হেরে গিয়েছিলাম, ওই ভুলগুলো এখন অনেক কম হচ্ছে। আমাদের স্থানীয় ও বিদেশি সবাই খুব ভালো করছে। এইসব টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের উপর অনেক নির্ভরশীল থাকে। আল্লাহর রহমতে বিদেশিদের সঙ্গে আমাদের স্থানীয় খেলোয়াড়রাও ভালো করছে। আর আমাদের সঙ্গে ক্রিস গেইল যোগ দিয়েছে। এটা আমাদের মানসিকভাবে এগিয়ে দিয়েছে।’

তবে নিজেদের কিছুটা দুর্ভাগাও ভাবছেন তাসকিন। তার মতে শুরু থেকেই জেতার মত দল ছিল তাদের। ভাগ্যের কারণেই জিততে পারেননি তারা। তবে জয়ের ধারাটা সামনের ম্যাচগুলতেও ধরে রাখবেন বলে জানান তিনি, ‘আমাদের দলটা শুরু থেকেই জেতার মত দল ছিল। শুরুর দিকে কিছুটা দুর্ভাগ্যবান ছিলাম তাই হেরে গেছি। আল্লাহর রহমতে শেষ ম্যাচগুলোতে মোমেন্টাম ফিরে পেয়েছি, চেষ্টা করবো সামনের ম্যাচগুলোতেও এই ধারায় নিজেদের সেরাটা খেলার।’

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।