ক্রীড়াঙ্গনকে নাড়িয়ে দেয়া কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। বলিভিয়া থেকে কলম্বিয়া যাওয়ার সময় মাঝ আকাশে একটি যাত্রিবাহী বিমান ভেঙে পড়লো। ৭২ জন যাত্রীর মধ্যে ছিল ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলাররাও। কোপা সুদামেরিকানা ফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলতে যাচ্ছিল ব্রাজিল ফুটবল দলটি। যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ ফুটবলারের মধ্যে ১৯জনই।

এর আগেও বিমান দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে স্পোর্টসম্যানদের। ফুটবল, হকি, বক্সিং, রাগবির মতো বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড়রা অকালে প্রাণ হারিয়েছিলেন বিমান দুর্ঘটনায়। এবার ইতিহাসের পাতা উল্টে দেখে নেওয়া যাক কবে কোথায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

৮ নভেম্বর, ১৯৪৮
চেকোস্লোভাকিয়া জাতীয় আইস হকি দলের বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল ফ্রান্সের দিপ্পেতে। ৬জন খেলোয়াড় নিহত হয়েছিলেন ওই ঘটনায়।

৪ মে, ১৯৪৯
ইতালীয় ফুটবল ক্লাব তোরিনো এসির ২৩জন ফুটবলার নিহত হন ইতালির তুরিনে। অ্যাভিও লাইনি ইতালিয়ান বিমান দুর্ঘটনায় প্রাণ যায় তাদের।

৫ জানুয়ারি, ১৯৫০
রাশিয়ার ইয়েক্যাটারিনর্গে ভিভিএস মস্কো আইস হকি দলের সবাই প্রাণ হারান বিমান দুর্ঘটনায়। ১১ জন ছিলেন ওই দলে।

৯ ডিসেম্বর, ১৯৫৬
কানাডার একটি ফুটবল দলের ৫জন প্রাণ হারিয়েছিলেন কানাডার চিলিওয়াকের কাছে বিমান দুর্ঘটনায়।

৬ ফেব্রুয়ারি, ১৯৫৮
ক্রীড়াঙ্গনে আরও একটি কালো দিন। ম্যানচেস্টার ইউনাইটেড দলের ৮ ফুটবলারসহ মোট ২৩ সদস্য প্রাণ হারান। ঘটনাটি ঘটে জার্মানির মিউনিখে। যা ইতিহাসে মিউনিখ ট্র্যাজেডি হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।

১৬ জুলাই, ১৯৬০
ডেনমার্কের কোপেনহেগেনে একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ডেনমার্ক ফুটবল অলিম্পিক্সের ৮ ফুটবলার।

২৯ অক্টোর, ১৯৬০
ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইউনিভার্সিটির ১৭জন ফুটবলার প্রাণ হারান মার্কিন যুক্তরাষ্ট্রের টলেডোতে।

২৬ সেপ্টেম্বর, ১৯৬৯
বলিভিয়ার ফুটবল ক্লাব দ্য স্ট্রঙ্গেস্ট দলের ১৯ ফুটবলার মারা গিয়েছিলেন বিমান দুর্ঘটনায়।

১৪ নভেম্বর, ১৯৭০
আমেরিকান ফুটবল দল মার্শাল ইউনিভার্সিটির ৪৫জন ফুটবলার মারা যান এক ভয়াবহ বিমান দুর্ঘটনায়। ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন কান্ট্রিতে।

২৭ এপ্রিল, ১৯৯৩
জাম্বিয়া জাতীয় ফুটবল দলের সবাই নিহত হয়েছিলেন ভয়াবহ এক বিমান দুর্ঘটনায়। ওই দলে ছিলেন ২২ জন ফুটবলার।

১ জুন, ২০০২
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র, অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে এক বিমান দুর্ঘটনায় নিহত হন।

৭ সেপ্টেম্বর, ২০১১
ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় রাশিয়ান আইস হকি দল লোকোমোটিভ ইয়ারোস্লাভের ৩৭জন খেলোয়াড় নিহত হন।

২৯ নভেম্বর, ২০১৬
কলম্বিয়ার মেডেলিনে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ২২জন ফুটবলারকে নিয়ে বিধ্বস্ত হয় বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হলেন ১৯ ফুটবলারসহ মোট ৭৬ জন।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।