ভারতের সামনে আরব আমিরাত


প্রকাশিত: ০৫:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

পার্থের ওয়াকায় আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে।

ক্রিকেটীয় মানদণ্ডে এ দুই দলের পার্থক্য এতই প্রকট যে, অনায়াসে ম্যাচটিকে তুলনা করা যেতে পারে গোয়ালিয়থের দৈত্য আর পুঁচকে ডেভিডের লড়াইয়ের সঙ্গে। তবে ম্যাচটিকে হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয়রাও। দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার ধাওয়ানের ভাষায়, ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একই রকম লড়াকু মানসিকতা নিয়ে খেলব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই আপনি হালকাভাবে নিতে পারেন না।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে উড়ন্ত সূচনা। এরপর টুর্নামেন্ট ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ধোনি বাহিনী। ব্যাটসম্যানরা ফিরে আসছেন ফর্মে। পাকিস্তানের বিপক্ষে ফিফটির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নারাও রয়েছেন রানের মধ্যে। ভালো হচ্ছে ভারতের বোলিং ও ফিল্ডিংও। প্রোটিয়াদের সঙ্গে তো বল হাতে রীতিমতো তাণ্ডবই দেখালেন ম্যান ব্লুর বোলাররা। তবে আজ ইনজুরিতে পড়া পেসার মোহাম্মদ সামির জায়গায় দেখা যেতে পারে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।