জমজমাট দাবা লিগের প্রত্যাশা


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। লিগ শেষ হবে ১৫ ডিসেম্বর। জমজমাট লিগ হবে বলেই প্রত্যাশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা। সাইফ স্পোর্টিং ক্লাব দাবার নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ায় প্রতিদ্বন্দ্বীতা বাড়বে এবার। তবে শেষ মুহুর্তে মোহামেডান না খেলার সিদ্ধান্ত নেয়ায় হতাশ ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন,‘মোহামেডান খেলবে না সেটা শুনেছি। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। ৩ ডিসেম্বর পর্যন্ত নাম এন্ট্রি করা যাবে। তাই এখনো আনুষ্ঠানিকভাবে বলতে পারছিনা মোহামেডান খেলবে কি না। শেষ পর্যন্ত ১১ টি দল নিয়ে লিগ হওয়ার সম্ভাবনা বেশি।’

প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত খেলোয়াড় ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন। খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবার প্রিমিয়ার লিগের প্রাইজমানি বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। ৬০ হাজার টাকা পাবে রানার্সআপ দল এবং তৃতীয় দল ৪০ হাজার টাকা।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।