জাবিতে ছাত্রদলের তিন দিনের ধর্মঘট


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনের ধর্মঘট ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকিরকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মুহম্মদ বাবরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িত ছাত্রলীগকর্মীদের বিচারের দাবি করা হয়। এছাড়া হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।