বোল্ট ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
দুই স্বাগতিকের হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট একাই নিয়েছেন ৫ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে অরিয়ন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ঝড়ো গতিতে রান তোলা শুরু করলেও ৩য় ওভারের সউদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফিঞ্চ। ৭ বলে ১৪ রান করেন তিনি। এরপর ৫০ রানের জুটি গড়ে তোলেন ওয়ার্নার আর ওয়াটসন।
এরপর শুরু হয় বোল্ট তাণ্ডব। নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন কিউই এই বোলার। ১০ ওভারে ২৭ রান দিয়ে একে একে তুলে নেন অস্ট্রেলিয়ার ৫ উইকেট।
তবে ২৩ রান করা ওয়াটসনকে ফিরিয়ে শুরুটা করেন ভেট্টরি। এরপর ৩৪ রান করা ওয়ার্নারকে ফেরান সাউদি। তার পরের টুক শুধু বোল্টের। ম্যাক্সওয়েলকে দিয়ে শুরু করে শেষ করেন স্টার্ককে দিয়ে। শেষ দিকে হাডিন ৪৩ রান করলে ১৫১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। সাউদি ও ভেট্টরি প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
এমআর/এমএস