ঢাকা ডায়নামাইটসে চার ক্যারিবিয়ান


প্রকাশিত: ১০:২০ এএম, ২৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দারুণ দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। স্থানীয় তারকা সাকিব-নাসির-মোসাদ্দেকদের সঙ্গে মানসম্মত বিদেশি অন্তর্ভুক্ত করে তারা। টুর্নামেন্টের শুরু থেকেই দলে আছেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে, রাসেল, ব্রাভোর মতো তারকা ক্রিকেটাররা। এবার দলের শক্তি বাড়াতে আরো দুই ক্যারিবিয়ানকে অন্তর্ভুক্ত করেছে তারা।

গত ১২ নভেম্বর ইনজুরির কারণে ডায়নামাইটসের জার্সিতে এক ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। ১৬ দিন পর আবার ঢাকার তাঁবুতে যোগ দিলেন রাসেল। মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনে আসেন তিনি। এবার সঙ্গে নিয়ে এসেছেন আরো দুই ক্যারিবিয় ক্রিকেটার। একজন গত আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইস ও অন্যজন রন্সফোর্ড বিটন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন আন্দ্রে রাসেল। তবে মাত্র ২ ওভার বোলিং করেছিলেন তিনি। ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে উরুতে টান পড়ে তার। এরপর মাঠ থেকে উঠে যান তিনি।

উল্লেখ্য, আন্দ্রে রাসেল বিপিএলের নিয়মিত মুখ। গত আসরে কুমিল্লার হয়ে খেলেছিলেন তিনি। দলকে ফাইনালে উঠিয়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে ঢাকা ছাড়েন এ ক্যারিবিয়। এর আগে প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন তিনি।

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।