নিজের পক্ষে রায় পেলেন শোয়েব


প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি`র বিরুদ্ধে করা ৭০ লক্ষ রুপির মামলায়, নিজের পক্ষে রায় পেলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। দীর্ঘ দিন ধরে চলা এ মামলায়, এর আগে ২০০৭-এ পিসিবি কর্তৃক আরোপকৃত জরিমানার বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আপিল করেছিলেন শোয়েব।

সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দলের আরেক সদস্য মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করেন। এরই প্রেক্ষিতে, তৎকালীন পিসিবি প্রধান নাসিম আশরাফ এর নেতৃত্বাধীন ডিসিপ্লিনারী কমিটি, শোয়েবকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩৪ লক্ষ রুপি জরিমানা করে।

পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে তা বাতিল করে কর্তৃপক্ষ। কিন্তু, জরিমানার বিষয়ে করা আপিলের বিষয়টি নিয়ে এতোদিন ধরে আদালতে মামলা চলে আসছিল।

তবে শেষ পর্যন্ত পিসিবি`র সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে লাহোর হাইকোর্ট শোয়েব আখতারের পক্ষে রায় দেয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।