শহীদের ঘাটতি পূরণ হওয়ার নয়


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৯ নভেম্বর ২০১৬

হঠাৎ করে হাঁটুর ইনজুরিতে পরে বিপিএল শেষ হয়ে গেছে ঢাকা ডাইনামাইটসের পেসার মোহাম্মদ শহীদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে দুর্দান্ত ফর্মে ছিলেন এ পেসার। তাই তার ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না বলে মনে করেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন করতে আসেন নাসির। এ সময় শহীদ প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ আমাদের স্থানীয় খেলোয়াড়, ভালো একটা ফর্ম ছিল ওর। ইনজুরির কারণে ও খেলতে পারছে না। তবে রাসেল আসছে। আমার মনে হয় না এদিক দিয়ে পুরোপুরি পূরণ হবে ঘাটতিটা। তার পরেও মোটামুটি ভালোই হবে। খেলার মতো ফিট আছে রাসেল।’

এবারের আসরে দারুণ ক্রিকেট খেলছে ঢাকা। নয় ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি। তবে শেষ চার এখন নিশ্চিত না হওয়ায় শেষ সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ বলে জানান নাসির, ‘যেহেতু আমরা এক নম্বরে আছি। এখনও শিউর না আমরা কোয়ালিফাইং করতেছি কি করতেছি না। কারণ আর তিনটা ম্যাচ যেহেতু আছে। তিনটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শহীদ ইনজুরিতে পড়লেও ইনজুরি থেকে মুক্তি পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দলের আরো বড় বিদেশি তারকা থাকায় দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে কিনা জানতে চাইলে নাসির বলেন, ‘একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নাই। আমার কাজ হচ্ছে খেলোয়াড় হিসেবে। দলে খেলা আমার কাজ। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে তারাই খেলবে।’

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।