চলতি মাসে বিধ্বস্ত বিমানটি ব্যবহার করেছিলেন মেসিরা


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৯ নভেম্বর ২০১৬

ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলকে বহনকারী যাত্রীবাহী বিমান আজ সকালে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৭২ যাত্রী ও ক্রুসহ ৮১ আরোহী ছিলেন। বিধ্বস্ত লামিয়া সিপি-২৯৩৩ মডেলের এই ভাড়া করা বিমানটি আর্জেন্টিনার জাতীয় দল নভেম্বর মাসের শুরুতে ব্যবহার করেছিল। খবর দ্য গার্ডিয়ান।

নভেম্বর মাসের শুরুতে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে কলম্বিয়া সফর করে মেসি-ডি মারিয়ারা। ধারণা করা হচ্ছে,  এই সফরেই ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ বিধ্বস্ত হওয়া বিমানটি ব্যবহার করা হয়েছিল মেসিদের যাতায়াতের জন্য।

tweet

এখানে উল্লেখ্য যে, লামিয়া সিপি-২৯৩৩ মডেলের বিমানটি আর্জেন্টিনা ছাড়াও বিভিন্ন দল তাদের খেলোয়াড়দের সফরের জন্য ব্যবহার করতেন।

প্রসঙ্গত, বিধ্বস্ত লামিয়া সিপি-২৯৩৩ মডেলের বিমানটির ৮১ আরোহীর মধ্যে ৬ জন যাত্রী বেঁচে যেতে পারেন বলে বিবিসির খবরে বলা হচ্ছে। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআরএস/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।