লাঞ্ছিত হলেন মাশরাফি!


প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশি প্রবাসীরা লাঞ্ছিত করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ মেলবোর্নের হান্টিংডেল মসজিদে জুমার নামাজ পড়তে গেলে কিছু বাংলাদেশি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার কারণে তাকে লাঞ্ছিত করে। খবর স্পোর্টস টাইমসের

কথা কাটাকিাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে পর্যন্ত গড়ায় বলেও গুঞ্জন শোনা গেছে। পরে কয়েকজন বাংলাদেশি নিজ দায়িত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেকেই প্রবাসী বাংলাদেশিদের তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। এ সম্পর্কে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এখনো পর্যন্ত কিছুই জানাননি।

বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের নেলসনে যাচ্ছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।