রাতে ফিরছেন জিমি-আশরাফুলরা


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ফিরছে আজ (সোমবার) রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জিমি-আশরাফুলদের স্বাগত জানাবেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।

রোববার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ পেয়েছে আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য দশম এশিয়া কাপে খেলার টিকিট। এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায়।

বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে অনন্য নজির গড়েছে জাতীয় হকি দল। এর আগে কোনো খেলাতেই বাংলাদেশ কোনো আন্তর্জাতিক আসরে পর পর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাতে পারেনি। ইতিহাস গড়া এ দলের সদস্যদের কী কোনো সংবর্ধনা জুটবে?

‘দলকে বড় ধরণের একটা সংবর্ধনা দেয়া যায় কি না তা নিয়ে আমরা ফেডারেশনে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। কিছুদিন আগে এশিয়ান অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্টে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। দুটি দলকেই এক সঙ্গে সংবধর্না দেয়া যায় কি না সিদ্ধান্ত নেব’- বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমত উল্লাহ।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।