ফেডারেশন কাপের সেমিতে শেখ রাসেল


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। শেখ রাসেলের হয়ে গোল দুটি করেন নাইজেরীয় ফরোয়ার্ড কিংসলে চিগোজি এবং ক্যামেরুনের মিডফিল্ডার পল এমিলি।

বিরতির ঠিক আগে শেখ রাসেলকে গোলের সূচনা এনে দেন চিগোজি। ৪১ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির ক্রসে বল পেয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন চিগোজি।

শেখ রাসেলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে বিরতির কিছুক্ষণ পরই। ৫৬ মিনিটে ফরোয়ার্ড মিঠুন চৌধুরীর পাস ধরে পল বক্সের সামনে থেকে জোরালো শটে গোল করেন। শেষ পর্যন্ত এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

সেমিতে শেখ রাসেল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।