জয়ের জন্য মাঠে নামছে দ.আফ্রিকা
কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে পুল "বি"র বিগ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর স্বরূপে ফেরা ব্যাটিং দানব গেইলের জন্য বিশেষ পরিকল্পনা আঁটছেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা প্রোটিয়া ভুগছেন আত্মগ্লানিতে। সেই সাথে যোগ হয়েছে ইনজুরি সমস্যা। ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত ফিলান্ডারের জায়গা হবে দর্শক সারিতে তা অনেকটাই নিশ্চিত। তার জায়গায় সেরা একাদশে ফিরতে পারেন কাইল অ্যাবোট। এছাড়াও, ওয়েন পার্নেলের বদলে দেখা যেতে পারে ফারহান ব্যাহারডিয়েন অথবা অভিজ্ঞ রাইলি রুশোকে।
তবে, সম্প্রতি পারফরমেন্সে নিজের ছায়ায় ঢাকা থাকলেও, মাঠে ক্যারিবীয় ব্যাটিং দানবকে থামাতে প্রোটিয়া অধিনায়কের প্রধান অস্ত্র ডেল স্টেইন। যার গতি আর সুইংয়ের কাছে এলোমেলো হতে পারে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ।
ক্যারিবিয়ানদের বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৪২ জয়ের রেকর্ড আজকের ম্যাচ জিততে দারুণ প্রেরণা দেবে প্রোটিয়াদের। সেই পালে বাড়তি হাওয়া দিচ্ছে কিছু দিন আগে গেইল-স্যামিদের ৪-১ হারানোর স্মৃতি।
এমআর/এমএস