গেইলদের ১২৫ রানের লক্ষ্য দিলো রংপুর


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে আফ্রিদি-সৌম্যদের রংপুর রাইডার্স। জয়ের জন্য তামিম-গেইলদের চিটাগাং ভাইকিংসকে ১২৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে রানে ফিরতে মরিয়া সৌম্য সরকারের ব্যাটে ছিল স্বরূপে ফেরার আভাস। তবে মোহাম্মদ নবিকে চার-ছক্কা হাঁকিয়ে পরের ওভারেই ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান (২৬)।

এরপর দলে হাল ধরেন মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ মিঠুন। তিন বলের মধ্যে এই দুই জনকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। জোড়া আঘাত সামলানোর আগেই নাঈম ইসলাম, শহিদ আফ্রিদি ও লিয়াম ডসনরা বদায় নিলে চাপে পড়ে রংপুর। শেষ দিকে আনোয়ার আলি ১৩ বলে ২০ করলে কোনোমতে ১২৪ সংগ্রহ করে রংপুর।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।