শ্রীলঙ্কাকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিল।

২২ মিনিটে হাসান জুবায়ের নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় লাল সবুজ জার্সিধারীরা। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ৬৭ মিনিটে কামরুজ্জামান রানা পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন।

চ্যাম্পিয়ন হওয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৮ ও ২০১২ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে হংকং গিয়েছিল জিমি-আশরাফুলরা। স্বপ্ন পূরণ করেই ঘরে ফিরছে তারা।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।