গতিময় রুবেল


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বোলিং কিংবা ব্যাটিং যাই হোক না কেন, গতির ঝড় থাকে বাংলাদেশ টিমে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার সেই ঝড় তুলল পেসার রুবেল হোসেন। লঙ্কানদের ইনিংসে বৃহস্পতিবার মাত্র একটাই উইকেট পড়েছে। সেই উইকেটটা পড়েছে পেসার রুবেল হোসেনের ঝড়ো বোলিংয়ে।

মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের অন্য সব বোলার থেকে এগিয়ে ছিলেন রুবেল। ৫২ রানে শ্রীলঙ্কার ওপেনার থিরিমান্নেকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের এই গতিময় বোলার।

বৃহস্পতিবারের ম্যাচটিতে বল করা সব লঙ্কান বোলারদেরকেও ছাড়িয়ে গেছেন রুবেল। ম্যাচের সবচেয়ে গতিশীল বলটা এসেছে তার হাত থেকেই। যার গতি ছিল ঘণ্টা প্রতি ১৪৩.৯। দ্বিতীয় স্থানেও আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। যেটার গতি ছিল ঘণ্টা ১৪২.৮ কিলোমিটার।

আরআই/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।