উইকেট ট্রিকি!


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

আগের দিন সন্ধ্যায় ঢাকা পৌঁছে হোটেল রুমে বিশ্রাম নেবার পাশাপাশি রুমে বসে খেলা দেখেছেন। সে দেখায় উইকেট সম্পর্কে খানিক ধারণাও জন্মেছে। ক্রিস গেইলের ধারণা শেরে বাংলার পিচ এবার খানিক রহস্যময়! যা ঠিক সহজবোধ্য নয়।

 

কখন যে কেমন আচরণ করবে? বুঝে ওঠা কঠিন। অনুমান করাও শক্ত। ‘গত রাতে খেলা দেখছিলাম। উইকেট মনে হচ্ছিলো একটু ট্রিকি। তবে উইকেট নিয়ে আমার ভাবনা সামান্যই। যা হয় হবে। শুধু ক্রিকেট আর উইকেটই নয়। জীবনই সে রকম। আমি শুধু নিজের খেলা খেলতে চাই।’

 

আরআইবি/আইএইচএস/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।