৩৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩১ রান। এনামুল ৫ আর সৌম্য ২৫ রান নিয়ে ব্যাট করছে। কোন রান না করেই মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তামিম একবাল।

এর আগে দিলশান ও সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩২ রান  সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দিলশান ১৬১ ও সাঙ্গারকারা ১০৫ রান করে অপরাজিত থাকেন। টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয় লাহিরু থিরিমান্নে ও তিলকারত্নে দিলশান। তবে ইনিংসের শুরুতে মাশরাফির করা প্রথম ওভারের চতুর্থ বলেই দারুণ সুযোগ এসেছিল টাইগার শিবিরে। মাশরাফির বলে এনামুল হককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। দুই-দুইবার জীবন পাওয়া থিরিমান্নে শেষ পর্যন্ত রুবেলের বলে আউট হওয়ার আগে করেন ৫২ রান।

এরপর দিলশানের সাথে ২১০ রানের জুটি গড়ে দলের হাল ধরেন ৪০০ তম ম্যাচ খেলতে নামা সাঙ্গাকারা। দিলশানের সাথে সাঙ্গাকারাও তুলে নেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।

এর আগে দলে কোনো পরিবর্তন না এনেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে পড়া জীবন মেন্ডিসের বদলে শ্রীলঙ্কা দলে এসেছে দিনেশ চান্দিমাল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।