দুর্বার শেনওয়ারিই জেতালেন আফগানদের


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

আহামরি কোনো টার্গেট নয়, জয়ের বন্দরে পৌঁছাতে ২১১ রান দরকার ছিল প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তানের। কিন্তু এই ছোট টার্গেটে ব্যাট করতে নেমেই উল্টো পথের পথিক আফগান ব্যাটসম্যানরা।

৪২ রানে প্রথম উইকেট হারিয়ে বিপাকে পড়া আফগানিস্তান ৯৭ রানেই হারায় ৭ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে তখন হয়তো হারই দেখছিল যুদ্ধ-বিধ্বস্ত দেশটি। কিন্তু আশার আলো জিইয়ে রেখেছিলেন ডানহাতি ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি।

অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিল হতে থাকলেও দাঁতে দাঁত কামড়ে উইকেটে টিকে ছিলেন শেনওয়ারি। তার ব্যাটেই শেষ পর্যন্ত প্রায় হারতে বসা ম্যাচে জয়ের হাসি হাসে আফগানিস্তান। ১৪৭ বলে ৭ চার ও ৫ ছয়ে শেনওয়ারির করা ৯৬ রানের সুবাদেই স্কটল্যান্ডকে এক উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ আহমেদের ব্যাট থেকে আসে ৫১ রান। স্কটল্যান্ডের রিচি বেরিংটন চারটি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলা শেনওয়ারির ঝুলিতে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।