মেলবোর্নের গ্যালারিতে টাইগার পত্নীরা
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ যখন ক্রিকেটাররা মাঠে লড়বেন,তখন তাদের অনুপ্রেরণা দিতে গ্যালারিতেও থাকবেন টাইগারদের স্ত্রী আর পরিবার। এরই মধ্যে সাকিব আল হাসানের স্ত্রী চলে এসেছেন মেলবোর্নে।গতকাল একসঙ্গে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী, সন্তান আর মুশফিকুর রহিমের স্ত্রী। বিয়ের পর এই প্রথম মুশফিকের খেলা দেখতে দেশের বাইরে এসেছেন মুশফিকের স্ত্রী।
এর আগে মেলবোর্নে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালোই সূচনা করেছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩২ ওভারে এক উইকেট হারিয়ে ১৬২ রান। ব্যক্তিগত ৫২ রান করে লাহিরু থিরিমান্নে পেসার রুবেল হোসেনের প্রথম শিকার হন। দিলশান ৮৫ আর সাঙ্গারকারা ১৮ রান নিয়ে ব্যাট করছে।
এমআর/আরআইপি