হারের মুখে আফগানিস্তান


প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বড় দলগুলোর বিপক্ষে চোখ রাঙ্গালেও ম্যাচে আফগানিস্তানই ফেবারিট ছিল। কিন্তু মাঠের লড়াইয়ের পর ফেবারিটের তকমাটি স্কটল্যান্ডের গায়েই যাচ্ছে। ব্যাট হাতে ২১০ রান করা স্কটিশরা বল হাতেও ছড়ি ঘোরালো। আর তাতে দিশেহারা হয়ে মুখ থুবড়ে পড়েছে আফগানিস্তানের ইনিংস।

১০০ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে বসেছে আফগানরা। সামিউল্লাহ শেনওয়ারি (২৫) ও দৌলত জাদরান (২) হার এড়াতে লড়ে যাচ্ছেন। আফগানিস্তানের ইনিংস গুড়িয়ে দেয়ার পথে নায়কের ভূমিকায় ছিলেন স্কটল্যান্ডের মিডিয়াম পেসার রিচি বেরিংটন। মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে পুড়েছেন ডানহাতি এই বোলার।

ইয়ার ওয়ার্ডল ও অ্যালাসডায়ার ইভান্সও বল হাতে আগুন ঝড়িয়েছেন। এই দুই পেসার নিয়েছেন দুটি করে উইকেট। এই তিন বোলারের তোপেই ৭ উইকেটে ১০৪ রান তোলা আফগানিস্তানের হার এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে।

এমএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।