সাকিবের দিকে তাকিয়ে টাইগাররা
এর আগে একাধিকবার অস্ট্রেলিয়া সফর করলেও মেলবোর্নে খেলা হয়নি বাংলাদেশের। এমসিজিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে অভিষেকটা তাই স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। আর বেশির ভাগ সময় ম্যাচ জয়ের নায়ক কিন্তু একজনই হন। যদি বাংলাদেশ জিতে তাহলে কে হবে বাংলাদেশের জয়ের হিরো এই জন্য কাউকে জ্যোতিষী হতে হবে না। টাইগার দলের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের দিকে তাকিয়ে আছে টাইগার বাহিনী।
লঙ্কানদের লঙ্কা কাণ্ড ঘটানোর জন্য সবাই তাকিয়ে আছে সাকিব আল হাসানের দিকে। কারণ, ২০০৯ সাকিবের আপোষহীন ব্যাটিংয়ের উপর ভর করে সাঙ্গাকারা জয়াবর্ধনের দর্শক বানিয়ে রোমাঞ্চিত এক জয় পেয়েছিলো বাংলাদেশ। এরপর থেকেই লঙ্কানদের জানা এক সাকিবই তাদের জয়ের স্বপ্ন চুরি করার জন্য যথেষ্ট।
বাংলাদেশ যে চারটি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতেছে তার তিনটিতে বেশ অবদান আছে সাকিবের। তাই বাংলাদেশের সমর্থকদের স্পট লাইটটা তাকে ঘিরেই। আর লঙ্কান দলও বেশ ভাবনায় আছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে। তা তো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন অধিনায়ক ম্যাথুউস।
আর থাকবেই না বা কেন। ১৪ ম্যাচে ৩ ফিফটিতে ৩৬০ রান করার সাথে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। তাই, আফগানদের পর এবার লঙ্কানদের বিপক্ষে সাকিব ম্যাজিকের অপেক্ষায় টাইগার সমর্থকরা।
এমআর/আরআইপি