স্কটল্যান্ডের সংগ্রহ ২১০


প্রকাশিত: ০২:১৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ব্যাটিং বিপর্যয়ের পর নবম উইকেটে ৬২ রানের জুটির সুবাদে ২০০ রানের মাইল ফলক পূর্ণ করে স্কটিশরা। ৫০ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে তারা সংগ্রহ ২১০ রান। এটি বিশ্বকাপে স্কটিশদের সর্বাধিক রানের রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা করেছিল ১৮৬ রান।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর রাত চারটায় নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে খেলা শুরু হয়। এ আসরের এটি ১৭তম ম্যাচ।

৪০ রানে ৩ উইকেট হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে স্কটিশরা তখন চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন স্কট অধিনায়ক মমসেন ও মাচান। এই জুটি থেকে আসে ৫৩ রান। দলীয় ৯৩ ও ৯৫  রানে আফগান অধিনায়কের বলে এই দুজন সাজ ঘরে ফেরেন। মাচান ৩১, মমসেন ২৩ রানে আউট হন। ষষ্ঠ উইকেটে ক্রুস ও ডাভি যোগ করেন ৩৭ রান।ব্যক্তিগত ১৫ ও দলীয় ১৩২ রানে ক্রুস আউট হন। দুই রান যোগ হওয়ার পরই আউট হন ডাভি। দুইজনই শিকার হন সপুর জাদরানের। বেরিংটন ব্যক্তিগত ২৫ ও দলীয় ১৪৪ রানে দৌলত জাদরানের তৃতীয় শিকারে পরিণত হন।

এর আগে ইনিংসের শুরুতে আফগান পেসার দৌলত জাদরানের বলে কোনো রান না করে দলীয় ৭ রানে  সাজঘরে ফেরেন ম্যাকলউড। জাদরানের দ্বিতীয় শিকারে পরিণত হন কোয়েটজার। তিনি  ব্যক্তিগত ২৫ ও দলীয় ৪০ রানে আউট হন।  

গার্ডিনার ৫ রান করে আউট হন হামিদ হাসানের বলে। আইসিসির সহযোগী এই দল দুটি বিশ্বকাপ ক্রিকেটে এখোনো জয়ের স্বাদ পায়নি। যারা জিতবে তাদেরই হবে এটি প্রথম জয়। স্কটিশ অধিনায়ক প্রেস্টন মমসেন আগে থাকতেই ঘোষণা দিয়েছেন ম্যাচটি তারা জিতবেই।

আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হারলেও লাড়াইটা ভালোই করেছে। ব্যাটসম্যান জাভেদ আহামাদি ম্যাচ শুরুর আগে বলেছেন,  আশা করি, স্কটল্যান্ডকে ভালোভাবেই হারাব আমরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।