শেখ রাসেলকে নিয়ে টেলিছবি


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৯ আগস্ট ২০১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হলো টেলিছবি। ২৫ মিনিট ব্যাপ্তির এ টেলিছবিটির নাম- ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের বিশেষ অনুষ্ঠানমালায় টেলিছবিটি প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক মাহফুজার রহমান। ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যচিত্র নির্মাতা ও বিটিভির উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন।

টেলিছবি প্রসঙ্গে নির্মাতা বাহার উদ্দিন খেলন বলেন, ‘খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিল শেখ রাসেলের খেলাধুলা আর শিশু বয়সের সেই দিনগুলোকে। রাসেলকে নিয়ে একটি ভিডিও ফিল্ম নির্মাণের স্বপ্ন আমার দীর্ঘদিনের। আমার সে স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেলিছবিটিতে শেখ রাসেলের বেড়ে ওঠা ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের সেই দুঃসহ স্মৃতিকথা এ প্রজন্মের শিশুদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি।’

টেলিছবিটিতে শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আরিয়ান। এ ছাড়া রাসেলকে দেখাশোনার দায়িত্বে থাকা আম্বিয়ার মা চরিত্রটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।

নির্মাতা জানিয়েছেন, টেলিছবিটির চিত্রনাট্য রচনায় সহায়তা নেওয়া হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানা রচিত গ্রন্থ শেখ রাসেল এবং মিজানুর রহমান মিজানের আমি রাসেল বলছি থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।