আমিরের তোপের পর বৃষ্টির বাধা


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

প্রথম টেস্টে বড় পরাজয়ের পর হ্যামিল্টনে এসে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পাকিস্তান শিবিরে। তবে, হ্যামিল্টন টেস্টের প্রথম দিন খেলা মাঠে গড়ানোর পর খুব বেশিদুর এগুতে পারেনি। কারণ, বৃষ্টি। মাত্র ২১ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। ফলে দিনের খেলা সেখানেই বাতিল ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

এমনিতেই শশুর মারা যাওয়ার কারণে দেশে ফিরে এসেছেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হক। তার ওপর স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধও হয়েছেন পাকিস্তান অধিনায়ক। এ কারণে হ্যামিল্টনে সফরকারীদের নেতৃত্ব আজহার আলির ওপর।

টস জিতে আজহার আলি তার বোলারদের ওপরই আস্থা রাখলেন। তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। দলীয় ৫ রানে, নিজের ইনিংসের খাতা খোলার আগেই মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়েন টম লাথাম। আমিরের বলে সামি আসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপর সোহেল খানের বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিতে বাধ্য হন কিউই অধিনায়ক কেনে উইলিয়ামসন। ৩৯ রানে ২ উইকেট হারিয়ে যখন নিউজিল্যান্ড ধুঁকছিল, তখন জিত রাভাল এবং রস টেলর মিলে সে বিপর্যয় সামাল দেন। কিউইদের দলীয় রান যখন ৭৭, এরপরই নামে বৃষ্টি। তখন ৩৫ রান নিয়ে রাভাল এবং ২৯ রান নিয়ে ব্যাট করছিলেন রস টেলর।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।