খুলনাকে ১২০ রানের লক্ষ্য দিল বরিশাল


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

প্রতিশোধের ম্যাচেই কি না এমন হতশ্রী অবস্থা বরিমাল বুলস ব্যাটসম্যানদের! টস জিতে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১২০ রানের লক্ষ্য দিতে সক্ষম হলো বরিশাল। উল্লেখ করার মতো কোন স্কোরই করতে পারলো না মুশফিকুর রহীম অ্যান্ড কোং।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহীম। শুরু থেকেই স্লো ব্যাটিং করতে থাকে বরিশালের বুলসরা। ১০ বলে ৭ রান করে আউট হন ডেভিড মালান। ১৩ বলে ১৪ রান করেন জীবন মেন্ডিস। শাহরিয়ার নাফসি ২৭ বলে ২৩ রান করে আউট হন। সর্বোচ্চ ৩১ রান করেন মুশফিকুর রহীম। ২৬ বল খেলে এ রান করেন তিনি।

মুশফিক রানআউটের শিকার হওয়ার পর একইভাবে আউট হন নাদীফ চৌধুরী। শেষ দিকে থিসারা পেরেরা আর এনামুল হক (২) মিলে ৪০ রানের জুটি গড়লে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে গিয়ে ঠেকে বরিশালের স্কোর। পেরেরা ১৭ এবং এনামুল হক অপরাজিত থাকেন ২০ রানে। জুনায়েদ খান, শফিউল ইসলাম এবং মোশাররফ হোসেন নেন ১টি করে উইকেট।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।