রুনির রেকর্ডের রাত


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৫ নভেম্বর ২০১৬

দারুণ একটি রাত কাটলো ওয়েন রুনির। সেই সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডও দারুণ এক জয়। ইউরোপা লিগের খেলায় ফেইনুর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। আর তাতে টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠার পথে এক পা দিয়ে রাখলো হোসে মরিনহোর দল।

ম্যানইউর হয়ে গোলমুখ উন্মোচন করেন ওয়েন রুনি। ম্যাচের ৩৫ মিনিটে জালাতন ইব্রাহিমোভিচের পাস ধরে ফেইনুর্ডের জালে বল জড়ান তিনি। এই গোলটিই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইউরোপিয়ান প্রতিযোগিতা ম্যাচে ম্যানইউর হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রুনি (৩৯টি)। তিনি পেছনে ফেলেছেন ৩৮ গোল করা রড ভন নিচেলরয়কে।

ফেইনুর্ডের বিপক্ষে ম্যানইউর হয়ে দুই গোল করেছেন হুয়ান মাতা (৬৯ মিনিটে) ও লিঙ্গার্ড (অতিরিক্ত সময়)। বাকি গোলটি এসেছে ফেইনুর্ডের খেলোয়াড় ব্র্যাডলি জোনস।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।