ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি


প্রকাশিত: ০৩:৪০ এএম, ২৫ নভেম্বর ২০১৬

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফে ভুটানের কাছে হারই সর্বনাশ ডেকে এনেছিল বাংলাদেশের ফুটবলের! নিজেদের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে নেমে যাওয়া তো আছেই। এজন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না তিন বছর। এটা লজ্জাও বটে। তবে এরপর না খেলেই ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি ঘটলো বাংলাদেশের! কীভাবে?

প্রতিপক্ষ দলগুলোর বাজে পারফরম্যান্স এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। যে কারণে সবশেষ ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের অবস্থান ছিল ১৮৮তম। বাংলাদেশ এখন উঠে এসেছে ১৮৩তম স্থানে। বাংলাদেশের নামের পাশে জমা আছে ৮৪ পয়েন্ট।

এদিকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান সবার ওপরে, ১৩৭তম।  আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ১৪৭, ১৫৪, ১৭৬, ১৮১, ১৯৫ ও ১৯৭তম স্থানে।

ফিফার সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে আসা নেইমারের ব্রাজিল ১৫৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অবস্থান তিনে।

এনইউ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।