র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা : এক ধাপ এগিয়ে ব্রাজিল


প্রকাশিত: ০৩:০২ এএম, ২৫ নভেম্বর ২০১৬

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ছিল লিওনেল মেসিময়। নিজে দুর্দান্ত একটি গোল করেছেন, করিয়েছেন বাকি দুটি। মেসির জাদুতে কলম্বিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো আর্জেন্টিনা।

এর ফলে সদ্য প্রকাশিত ফিফার র‌্যাংকিংয়ে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা। এদগার্দো বাউজার দলের সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে ব্রাজিল। সেলেকাওদের বর্তমান অবস্থান দুইয়ে। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট।

ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ। বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৩তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮৪।

এনইউ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।