বিপিএলের শেষ পর্ব শুরু শুক্রবার


প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম পর্বের পর তিন দিনের বিরতি। শুক্রবার ফের শুরু বিপিএল ধামাকা। এই শেষ পর্বেই জানা যাবে কোন দল যাচ্ছে শেষ চারে। ঢাকার এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ- ক্রিস গেইল। সব কিছু ঠিক থাকলে শুক্রবার ঢাকা পৌঁছাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর এ ব্যাটসম্যান। খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে।

মঙ্গলবার (২২ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলস ও চিটাগাংয়ের মধ্যকার শেষ ম্যাচ হওয়ার পর শুক্রবার রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আবারো শুরু ব্যাটে-বলের লড়াই। রংপুর-রাজশাহীর ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস।

এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স সমান ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে সবার ওপরে। তবে রংপুর যেহেতু এক ম্যাচ কম খেলেছে, তাই তাদের ধরা হচ্ছে এক নম্বর। আর খুলনা ঠিক তাদের পেছনে।

ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং এই দুই দলেরও সংগ্রহ সমান ৮ পয়েন্ট করে। তবে এখানে এক ম্যাচের পার্থক্য। ঢাকা খেলেছে ৭ ম্যাচ, আর তামিম ইকবালেরর চিটাগাং খেলেছে ৮টি। আর ঢাকা-চট্টগ্রামের ঘারে নিঃশ্বাস ফেলছে বরিশাল বুলস। মুশফিকুর রহীমের দল পুঁজি ৭ ম্যাচে ৬ পয়েন্ট।

অতি নাটকীয় কিছু না ঘটলে এই পাঁচ দলের মধ্যেই সেরা চারের লড়াই সীমাবদ্ধ থাকার কথা। তবে ক্রিকেটে শেষ বলে কিছু নেই। আবার টি-টোয়েন্টি তো সব সম্ভাবনারই খেলা।

এদিকে ছয় নম্বরে থাকা রাজশাহী কিংসের একটা সম্ভাবনা আছে। কারণ, তারা খেলেছে মাত্র ৬ ম্যাচ। দুই জয়ে ড্যারেন স্যামির দলের সংগ্রহ চার। কাজেই এর পরের ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতলে রাজশাহীর শেষ চারে ওঠার সম্ভাবনা থাকছে যথেষ্ট।

একদম তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাবনা অনেক কমেছে। ৭ ম্যাচে একটি মাত্র জয়-ই সঙ্গী। অবশিষ্ট ৫ ম্যাচের মধ্যে সবগুলোতে জিততেই হবে মাশরাফি বিন মর্তুজার দলকে। সেটা না পারলে শীর্ষে চারের লড়াইয়ে থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এআরবি/এনইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।