শ্রীলংকার বিপক্ষে আত্মবিশ্বাসী মাশরাফি


প্রকাশিত: ০১:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মেলবোর্নে তিনি গনমাধ্যমকে বলেছেন,আমরা যদি ভাল ক্রিকেট খেলতে পারি তাহলে শ্রীলংকাকে হারাতে না পারার কোনো কারণই নেই।

যদিও একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভাল নয়। এ র্পযন্ত ৩৭ টি ম্যাচ খেলে ৩২ টিতেই হেরেছে বাংলাদশে। বিশ্বকাপের দুই ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা। ২০০৩ সালে হেরেছিলে ১০ উইকেটে আর ২০০৭ সালের হারটি ছিল ১৯৮ রানে। তবে অতীত ওই হারের স্মৃতি এখন আর মনে আনতে চাননা বাংলাদেশ অধিনায়ক। আমরা যে দুই ম্যাচে হেরেছিলাম, দুটো ম্যাচেই ভাল খেলতে পারিনি।মেলবোর্নের ম্যাচটা স্মরনীয় করে রাখতে জয় নিয়েই মাঠ ছাড়তে চান বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ রেকর্ড খারাপ হলেও মাশরাফি সাম্প্রতিককালে বাংলাদেশের ভালো খেলার বিষয়টি উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা ভাল ক্রিকেট খেলেছি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা জিততে পারবো। শ্রীলঙ্কার বর্তমান দলটি আমাদের কাছে পরিচিত। তবে লংকানদের সমীহ করে মাশরাফি বলেন, তাদের বিপক্ষে ভাল কিছু করতে হলে অনেক শ্রম দিতে হবে।

এর আগে একাধিকবার অস্ট্রেলিয়া সফর করলেও মেলবোর্নে খেলা হয়নি। এমসিজিতে অভিষেকটা তাই স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। এমসিজির উইকেট সম্পর্কে মাশরাফি বলেন, এখানকার উইকেট ব্যটিং সহায়ক। অনেক রান হবে। এ উইকেট বোলারদের ভালো চ্যালেঞ্জের মুখেই ফেলবে বলে মনে হয়।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, এশিয়া কাপে হারের পর অনেকেই ভেবেছিলেন আমাদের বিপক্ষে আফগানরা আবারও জিতবে। কিন্ত বাস্তকে কী হলো? আমার সহজেই তাদের হারিয়েছি। একই ঘটনাতো বারবার ঘটে না। বিশ্বকাপে আগের দুই ম্যাচে শ্রীলংকা সহজ জয় পেয়েছে ঠিকই। কিন্তু এটা নতুন একটা ম্যাচ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।