বিকেএসপিতে আরচারি ও ভলিবল কোচেস কোর্স


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শেষ হয়েছে আরচারি ও ভলিবল সার্টিফিকেট কোচেস কোর্স। শনিবার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাত শারমিন।

২০ দিনব্যাপী এ কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।